নিখোঁজদের খোঁজে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। অনেকেই আবার নিখোঁজ স্বজনের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন। অনেকের মধ্যে ছবি হাতে স্বামী মেশিন অপারেটর নাজমুল ইসলামকে খুঁজে বেড়াচ্ছেন তার স্ত্রী। ঘটনাস্থলে কথা হলে নিখোঁজ নাজমুলের স্ত্রী জাগো নিউজকে বলেন, আগুন লাগার পরপরই তিনি (নাজমুল) আমাকে ফোন দেন। আগুন আগুন বলে আর্তনাদ করেন। এরপর ফোন কেটে গেলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে এখনো খুঁজে পাইনি। তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল, ইবনে সিনা, ইসলামি মেডিকেলসহ আশপাশের সব হাসপাতাল খুঁজছি, কোথাও তাকে পাইনি। কারখানার মালিকের সঙ্গেও যোগাযোগ করেছি, তিনি বলেছেন কেউ মারা যায়নি, সবাই আছেন। তবু আমি সব জায়গা খুঁজে খুঁজে এখানে এসেছি, কিন্তু এখনো নিখোঁজ।’ মেশিন অপারেটর নাজমুল ইসলামের স্ত্রীর মতোই ভাগনি মাহিরাকে (১৪) খুঁজতে দিগ্বিদিক ছুটছেন মো. শফিকুল ইসলাম।...