স্বভাব বদলায়নি ইসরায়েলের, গাজায় এখনো হামলা-অবরোধ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এর ফলে ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি। প্রশ্ন দেখা দিয়েছে, ইসরায়েল আদৌ এই শান্তিচুক্তি মানবে তো? মঙ্গলবার (১৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, উত্তর গাজার গাজা সিটি ও দক্ষিণের খান ইউনিসে নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি সেনাদের গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। আরও পড়ুন>>যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহতইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া বোমা বিস্ফোরণে ৩ শিশু আহতকেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব: ট্রাম্প এছাড়া, খান ইউনিসে ইসরায়েলের চালানো একটি ড্রোন হামলায়ও হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৪৪টি মরদেহ আনা...