উল্লেখ্য, দ্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস (আইইএ) মালয়েশিয়া ২০২৫ মঙ্গলবার (১৪ অক্টোবর) কুয়ালালামপুরের লিংকন ইউনিভার্সিটি কলেজে সম্পন্ন হয়েছে। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক ছিল উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। অনিবার্য কারণবশতঃ তারিক চয়ন মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ না করতে পারলেও তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন, বাংলা প্রেসক্লাব মালয়েশিয়া’র সদস্য সচিব আরিফুল ইসলাম। জমকালো এ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আপটিমেজ গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মিস আনুজা আচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিংকন ইউনিভার্সিটি কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো (অ্যাম্বাসেডর) ড. মোহদ ইউসুফ এ. বকর। এ বছর মোট ১১টি দেশের বিশিষ্ট যুব আইকন, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মধ্যে ২২ জনকে পুরস্কৃত করা হয়েছে। শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সমাজসেবা ও উদ্ভাবন খাতে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন যুক্তরাষ্ট্রের...