জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ঘোষিত ৫-দফা দাবির পক্ষে আজ রাজধানীর মোহাম্মদপুরে আসাদ গেট থেকে কলেজ গেট পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মোবারক হোসাইন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত ৫-দফা আজ সারা দেশের মানুষের হৃদয়ের দাবিতে পরিণত হয়েছে। এই দাবিগুলো কোনো দলের স্বার্থে নয়, কোনো গোষ্ঠীর নয় বরং এগুলো এ দেশের গণমানুষের ন্যায্য দাবি। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, যেখানে প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে উভয় কক্ষে পিআর বা অনুপাতভিত্তিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। এতে...