চীন নাকি এমন এক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যা পৃথিবীর যেকোনও স্থান থেকে একযোগে ছোড়া হাজারও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। সাউথ চায়না মর্নিং পোস্ট’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অভাবনীয় প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিটেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম’। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের আদলে তৈরি। ১৯৮৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ‘স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ’ বা ‘স্টার ওয়ার্স’ নামে একটি উচ্চাকাঙ্ক্ষী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ভাবুন, এমন এক ব্যবস্থা যা শত্রুর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আমাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পারবে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই প্রকল্প আর বাস্তবায়িত হয়নি। কয়েক দশক পর, ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন নতুন গোল্ডেন ডোম প্রকল্পের। এটি একটি চার...