হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগের অ্যাওয়ে ম্যাচে দারুণ খেলে বাংলাদেশ। প্রথমার্ধে পেছনে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লাল-সবুজ প্রতিনিধিরা। এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল হামজা চৌধুরীরা। শেষ পর্যন্ত তেমনটা হয়নি। তাই ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের।মঙ্গলবার কাইতাক স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুই দলের আগের রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ৪-৩ গোলে হেরেছিল তারা।একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ দল। রক্ষণ জমাট রাখার ছক কষেই খেলতে নামে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু দুই দলের আগের ম্যাচের মতো এবারও রক্ষণভাগের ভুলের মাশুল দিতে হয় কাবরেরার দলকে। আর শেষদিকে ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হলেও তা পূর্ণতা পায়নি।ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের ৩৬তম মিনিটে বিপদ ডেকে আননে সেন্টার-ব্যাক তারিক। কোনো চাপ না...