বর্তমানে আর্থিক লেনদেনে চেক একটি বহুল ব্যবহৃত মাধ্যম। তবে চেকের অর্থ প্রদানে জটিলতা তৈরি হলে মামলা পর্যন্ত গড়ায়। অনেক সময় সঠিক তথ্য-প্রমাণের অভাবে ভুক্তভোগী কাঙ্ক্ষিত বিচার পান না। তাই চেক সংক্রান্ত মামলায় জয়ী হতে হলে কিছু বিষয় জানা জরুরি। চেকের মূল কপি সংরক্ষণ:আদালতে উপস্থাপনের জন্য আসল চেক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। ব্যাংকের রিটার্ন মেমো:চেক ফেরত আসার পর ব্যাংক যে নথি দেয়, তা মামলার শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করে। লিখিত নোটিশ প্রদান:আইন অনুযায়ী চেক বাউন্স হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিপক্ষকে নোটিশ পাঠাতে হয়। সময়সীমা মেনে মামলা করা:নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়ের না করলে তা আদালতে গ্রহণযোগ্য হয় না। সাক্ষী...