ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন। সোমবার (১৩ অক্টোবর) এক্স -এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না, যখন তিনি নিজেই যুদ্ধের উসকানি দিচ্ছেন এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে একত্র হচ্ছেন। আরাঘচি ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে (পারমাণবিক অস্ত্র তৈরির কাছ থেকে ইরান কয়েক সপ্তাহ দূরে ছিল) বড় মিথ্যা বলে অভিহিত করেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনকে ইসরায়েলি স্বার্থগোষ্ঠী মিথ্যা গোয়েন্দা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলিও এমন কোনো প্রমাণ দেয়নি যে ইরান অস্ত্র তৈরির পথে ছিল। তিনি আরও বলেন, ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন এই প্রতিশ্রুতি দিয়ে যে, তিনি ইসরায়েলের প্রতারণার রাজনীতি ও আমেরিকার ‘চিরস্থায়ী যুদ্ধ’ থেকে মুক্তি দেবেন। কিন্তু এখন তিনি নিজেই যুদ্ধের উসকানি দিচ্ছেন। আরাঘচি ইসরায়েলকে উদ্দেশ করে বলেন,...