জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করা দলগুলোর মধ্যে বাছাইয়ে উত্তীর্ণ ১০টি নতুন দলের কার্যক্রম মাঠ পর্যায়ে পুনর্তদন্তের জন্য আরও ৭টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে পুনঃতদন্ত কার্যক্রমে আরও ২১ কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। অধিকতর তদন্তের কারণ ও কমিটির কাঠামো মাঠ পর্যায়ে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের দাখিল করা তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর দেখা যায়, মাঠ পর্যায় থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য/মতামত এ কিছু অপূর্ণতা এবং যথাযথ মন্তব্যের ঘাটতি রয়েছে। যাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে এই ১০টি দলের জেলা ও উপজেলা পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্তের জন্য এই অতিরিক্ত কমিটিগুলো গঠন করা হলো।...