শুরুতে আফগান ব্যাটাররা যেভাবে ব্যাটিং করছিল, তাতে মনে হচ্ছিল অন্তত ৩২০ থেকে ৩৪০ রান পর্যন্তও হতে পারে; কিন্তু ম্যাচের মাঝপথে আফগানিস্তান ব্যাটিংকে চেপে ধরেন সাইফ হাসান। দ্রুত উইকেট নিয়ে আফগানিস্তানের রান তোলার গতি কিছুটা কমিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আবারও ব্যাট হাতে জ্বলে ওঠেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। ৩৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে আফগানিস্তানের ইনিংসকে নিয়ে গেলেন চ্যালেঞ্জিং পর্যায়ে। জয়ের জন্য বাংলাদেশকে ২৯৪ রানের লক্ষ্য বেধে দিয়েছে আফগানরা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিলো আফগানিস্তান। শেষ ম্যাচটি বাংলাদেশের সম্মান রক্ষার। অন্যদিকে আফগানিস্তানের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছিল আফগান টপ অর্ডার ব্যাটাররা। দুই ওপেনার মিলে আফগানদের ৯৯ রানের জুটি উপহার দেন। ওভারপ্রতি ৬ এর...