চট্টগ্রাম:ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার আংশিক এলাকা প্রস্তাবিত ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’য় সংযোজন প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সুয়াবিল চুরখাঁহাট বাজারে বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরাম এ মানববন্ধন করে।এতে সুয়াবিল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ও সামাজিক সংগঠন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, জনগণের মতামত না নিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার অংশবিশেষকে নতুন উপজেলায় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা অন্যায্য ও জনস্বার্থবিরোধী। সুয়াবিল থেকে ফটিকছড়ি উপজেলা সদরের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার, কিন্তু প্রস্তাবিত নতুন উপজেলা বাগানবাজারের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এতে জনগণ ভোগান্তির শিকার হবে। তারা অভিযোগ করেন, ভুল তথ্য উপস্থাপন করে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মাঠ পর্যায়ের কোনো প্রতিবেদন বা জনগণের গণশুনানি ছাড়াই এ প্রস্তাব...