বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল আফগানিস্তান। একটা সময় মনে হচ্ছিল বড় পুঁজি গড়বে রশিদ-নবিরা। কিন্তু মাঝের দিকে দুর্দান্ত কামব্যাক করেছিল টাইগার বোলাররা। তবে শেষদিকে নবির মারকুটে ব্যাটিংয়ে ভর করে ২৯৩ রানের বিশাল পুঁজি পায় আফগানিস্তান। মঙ্গলবার (১৪ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে আফগানদের উড়ন্ত শুরু এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনের ব্যাটে ভর করে ৯৯ রান তোলে আফগানিস্তান। ৪৪ বলে ৪২ রান করে গুরবাজ আউট হলেও ৬১ বলে নিজের ফিফটি তুলে নেন জাদরান। তিনে ব্যাট করতে নেমে জাদরানকে ভালো সঙ্গ দেন সেদিকুল্লাহ আতাল। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে আফগানরা। ৩২তম ওভারে সাইফকে বোলিংয়ে আনেন মিরাজ। সেই ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন তিনি। ৪৭ বলে ২৯ রান...