জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠানের সময় নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর বিরোধিতায় পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দিন আয়োজনের কথা বললেও জামায়াতে ইসলামী, এনসিপিসহ ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর অবস্থান ব্যতিক্রম। এই দলগুলো জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটে জনগণের সিদ্ধান্ত জানার পরই জাতীয় নির্বাচনের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের উচ্চ পর্যায়ে শক্ত অবস্থানে যাওয়ার ইঙ্গিত মিলেছে। বিশেষ করে গণভোটের আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন অব্যাহত থাকলে স্বয়ং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কঠোর হতে পারেন। সরকারপ্রধান হিসেবে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করে সরকারের সব পক্ষকে জানিয়ে দেবেন। সরকারের সঙ্গে যুক্ত একাধিক দায়িত্বশীল বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) পর্যন্ত গণভোটের সময় নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে...