মঙ্গলবার সকালে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এর আগে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। লিড ব্যাংক হিসেবে আয়োজনটি পরিচালনা করে সিটি ব্যাংক পিএলসি। সেমিনারে বাংলা কিউআর কোডের ব্যবহার, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়, যা ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে স্মার্ট অর্থনীতি গড়তে সহায়তা করবে। বক্তারা বলেন, টাকা ব্যবস্থাপনায় বছরে ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়, যা ডিজিটাল ব্যাংকিং ও ই-পেমেন্টের মাধ্যমে সাশ্রয় করা সম্ভব। তারা উল্লেখ করেন, ডিজিটাল লেনদেন কেবল সময় ও খরচ বাঁচায় না, বরং অর্থনীতিকে নিরাপদ, গতিশীল ও স্বচ্ছ করে তোলে। বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ক্যাশলেস সেবা নগদ অর্থের ওপর নির্ভরতা কমাবে, ব্যক্তি থেকে ব্যক্তি...