উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কথা জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে আয়োজিত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে সরকার তাদেরকে ভুলে যাক আমরা তা চাই না। তাদেরকে যেন মানুষ সব সময় মনে রাখে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বিএনপির পক্ষ থেকে আমি তারারটেক যে সড়কটি হচ্ছে সে সড়কটি তিনজন শিশুর নামে নামকরণ করার কথা প্রস্তাব করেছি। প্রয়োজন হলে সিটি কর্পোরেশনে দরখাস্ত দেয়া হবে। এছাড়াও আমরা অনেককেই সাহায্য সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আরো সাহায্য...