ইরান ভবিষ্যতের হুমকি মোকাবিলায় নতুন প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক কৌশল গ্রহণ করেছে— যা জুন মাসে ইরানের ওপর চাপিয়ে দেওয়া ১২ দিনের আগ্রাসন থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে তোলা হয়েছে। সোমবার সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক, নিরাপত্তা ও সামরিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হয়। এ সময় মেজর জেনারেল হাতামি বলেন, “জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের দ্বারা ইরানের ওপর চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধ আমাদের জন্য ১২ বছরের সমান শিক্ষা দিয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, ওই সময় ইরান এক ধরনের পূর্ণাঙ্গ ‘হাইব্রিড যুদ্ধ’-এর মুখোমুখি হয়েছিল, যেখানে শত্রু উন্নত প্রযুক্তির সঙ্গে রাজনৈতিক, গণমাধ্যম, নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম মিলিয়ে একযোগে আক্রমণ চালিয়েছিল। “এই অভিজ্ঞতা থেকে...