বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে যে সব রাজনৈতিক দল কঠোর অবস্থানে রয়েছেন, তাদেরকে একটু নমনীয় হয়ে বা ছাড় দিয়ে ঐক্যমতে আসতে হবে। জাতীয় সংসদে যে বিষয়ে আলোচনা করা যায়, সে বিষয় নিয়ে নির্বাচনের আগেই আলোচনা করা সম্ভব। এ জন্য নির্বাচনের পূর্বে যে সব রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমত পোষণ করছেন, তাদেরকে আলোচনা ও গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিআর পদ্ধতির মাধ্যমে ঐকমত্যে পৌঁছে নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আলোচনার মধ্য দিয়ে বহু অমীমাংসিত বিষয়ে জাতীয় নেতৃবৃন্দের ঐকমত্য হওয়ার অনেক নজির রয়েছে। বর্তমানে জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে জনআকাঙ্ক্ষা এবং জনদাবিতে পরিণত হওয়া পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হলে একদিকে যেমন মনোনয়ন বাণিজ্য থাকবে না, অপরদিকে ভোটকেন্দ্র দখল ও পেশিশক্তির...