ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনা ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সারাদেশের সকল সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একইসঙ্গে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তারা। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ডাকে তারা এ কর্মসূচি পালন করেন। এ কর্মবিরতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব সরকারি-বেসরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসময় শিক্ষকরা ঢাকা কলেজের শিক্ষক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ ১০ দফা দাবি উত্থাপন করেন। শিক্ষকদের এই কর্মসূচির কারণে এদিন কোনো ক্লাস হয়নি। ঢাকা কলেজে দেখা গেছে, শিক্ষকেরা বিভাগ থেকে বের হয়ে কলেজের শহীদ মিনারের সামনেও অবস্থান করেন। এতে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস হোসেনও অংশ নেন। এদিন ইডেন মহিলা কলেজের শিক্ষকরা প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করেন।...