“আমার এক কথায় ইউএনও বদলী হন বান্দরবান। ডিসি আমার কাছে কিছুই না। আমার সঙ্গে রয়েছে বিচারপতিদের সম্পর্ক। তোকে দেখে নেব।” টিসিবি ডিলার নিয়োগের জন্য আবেদনের পর তদন্তের সময় এমন আচরণ করেছেন এক বিএনপি নেতা। ঘটনা ঘটেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি বাজারে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তমরদ্দি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আলী বারবার উত্তেজিত হয়ে তদন্ত কর্মকর্তাকে ভয় দেখাতে চেষ্টা করছেন। এ সময় তিনি উত্তেজিত ভাষায় গালিগালাজও করছেন। পাশে থাকা অনেকে তাঁকে শান্ত করার চেষ্টা করলেও সফল হননি। এক পর্যায়ে ওই কর্মকর্তা মাথা নিচু করে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। জানা গেছে, হাতিয়ায় টিসিবি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তমরদ্দি ইউনিয়নে ২০ জন আবেদন করেন।...