পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ঝুলানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই দলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। এদিকে জামায়াতের নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন অভিযোগ তুলে সোমবার মধ্যরাতে দেবীগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জামায়াত নেতাকর্মীরা। থানায় লিখিত অভিযোগও করেছেন তারা। ঘটনার কেন্দ্র উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের রথবাজার এলাকা। জামায়াত নেতারা দাবি করেন, গত ১০ অক্টোবর বিকেলে ওই এলাকায় দাঁড়িপাল্লা ঝুলানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাদের বাধা ও হুমকির শিকার হয়ে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম থানায় অভিযোগ করেন। এতে তারা আরও ক্ষুব্ধ হয়ে উঠে। সোমবার রাতে রথবাজার মসজিদে এশার নামাজ পড়ার পর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ ৬ জনকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি মাস্টার ডেকে...