যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রাণ ফিরিয়ে আনতে এবার এগিয়ে আসছে ফুটবল। শুধুই খেলাধুলা নয়, এটি এখন পুনর্গঠনের প্রতীকও। মিসরের শারম আল-শাইখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনের পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ঘোষণা দিয়েছে— গাজার ধ্বংসপ্রাপ্ত ফুটবল অবকাঠামো পুনর্গঠনে তারা সক্রিয়ভাবে অংশ নেবে।ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘শান্তি প্রক্রিয়া সফল করতে ফুটবলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা গাজার ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করব, শিশুদের খেলাধুলার মাধ্যমে নতুন করে আশার আলো দেখাব।’ইনফান্তিনো জানান, গাজা ও ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া ফুটবল সুবিধা পুনরায় নির্মাণে ফিফা তহবিল গঠন করবে। এর আওতায় নতুন পিচ, যুব উন্নয়ন প্রকল্প ও ছোট আকারের ‘ফিফা অ্যারেনা’ স্থাপন করা হবে। তার ভাষায়, ‘ফুটবলের ভূমিকা হলো ঐক্য সৃষ্টি, সহায়তা ও আশা জাগানো। আমরা গাজায় ফুটবল ফিরিয়ে আনব, শিশুদের মুখে হাসি ফিরিয়ে...