আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণের ঘোষণা দিয়েছে। একজন সেনা কর্নেল আজ মঙ্গলবার এই ঘোষণা দেন। মূলত, সৈন্যদের বিদ্রোহ এবং সরকার বিরোধী ‘জেন জি বিক্ষোভকারীদের সঙ্গে তাদের যোগ দেওয়ার পরই এই সামরিক পদক্ষেপ নেওয়া হলো। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই ঘোষণার কিছুক্ষণ আগেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে। জাতীয় রেডিওতে বক্তব্য রাখতে গিয়ে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানারিনা বলেন, ‘আমরা ক্ষমতা দখল করেছি।’ তিনি আরও জানান যে, নিম্নকক্ষের সংসদ বাদে দেশের সমস্ত প্রতিষ্ঠান সামরিক বাহিনী বিলুপ্ত করে দিচ্ছে। উল্লেখ্য, এই নিম্নকক্ষই কর্নেল রান্দ্রিয়ানারিনার ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিল। কর্নেল রান্দ্রিয়ানারিনা দীর্ঘদিন ধরে রাজোয়েলিনা সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসা সৈন্যদের নেতৃত্ব দেন। বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান বেকারত্ব এবং...