ঢাকা থেকে বগুড়া আসা আর কে ট্রাভেলসের বাসে এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টা করা হয়েছে। এঘটনায় বাসচালক সোহাইল হাসান শাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দুপুর একটার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে অবস্থিত পর্যটন মোটেলের পশ্চিম পাশে গাড়ি ওয়াশের ডকে নিয়ে বাসের পিছনের সিটে এঘটনা ঘটে। এরপর রাত ৯টার দিকে টাঙ্গাইলের কালিহাতি এলেঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ বাসচালক শাকিবকে গ্রেপ্তার করে। ঘটনায় ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুলছাত্রীর দুলাভাই ইউসুফ আলী বাদী হয়ে বাস চালক শাকিব ও হেলপার সৈকতসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। ধর্ষণ চেষ্টার শিকার স্কুলছাত্রী সিরাজগঞ্জের কামারখন্দ এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত বাসচালক বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জয়ন্তীবাড়ি...