মেহেদি হাসান মিরাজের এক ওভারেই ২৫ রান আদায় করে নিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। তিনি ৪৯তম ওভারে মিরাজকে ৩টি ছক্কা হাঁকিয়ে ২৫ রান আদায় করে নেন। ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নবির ব্যাটিং তাণ্ডবে ৯ উইকেটে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানিস্তান। নবি ৩৭ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬২ রানের ইনিংস খেলেন। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফাগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯৯ রানের ওপেনিং জুটি গড়েন ইবরাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ৪৪ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪২ রান করে ফেরেন গুরবাজ। দ্বিতীয় উইকেটে সাদিকুল্লাহ অটলকে সঙ্গে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন ইবরাহিম। দলীয় ১৭২ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪৭ বলে ২৯...