হারলেই হোয়াইটওয়াশ; জিতলে ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচেও আফগানিস্তানকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইবরাহিম জাদরান। ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ৩৭ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মোহাম্মদ নবি। তার ব্যাটিং তাণ্ডবেই তিনশর কাছাকাছি চয়ে যায় আফগানিস্তানের স্কোর। হোয়াইটওয়াশ এড়াতে হলে বাংলাদেশকে করতে হবে ৩০০ বলে ২৯৪ রান। আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে তারুণ্য নির্ভর বাংলাদেশের জয় স্বপ্নে মতো! সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৯০ রানে অলআউট করেও ৩০০ বলে ১৯১ রান করতে পারেনি বাংলাদেশ। ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে ৮১ রানে...