দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মাত্র ছয়বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এবারের চাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ থেকে সহসভাপতি (ভিপি) পদে ইব্রাহিম হোসেন রনি ও সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন সাঈদ বিন হাবিব। অপরদিকে, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয় ও জিএস পদে শাফায়েত হোসেন এবং ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে...