চলতি বাছাইয়ে দ্বিতীয়বার জালের দেখা পেলেন রাকিব হোসেন। প্রথম গোলটি করেছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে। দ্বিতীয়টি করলেন হংকং চায়নার বিপক্ষে ফিরতি লেগে; যে গোলটি বাংলাদেশকে এনে দিল হার এড়ানোর স্বস্তিসহ এক পয়েন্ট। তবে রাকিব স্বস্তি অনুভবের চেয়ে বরং পুড়ছেন জয় না পাওয়ার আক্ষেপে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠ কাই তাক স্টেডিয়ামে পিছিয়ে পড়া দলকে শেষ দিকে সমতায় ফেরান রাকিব। এই ড্রয়ের ফলে বাংলাদেশের বাছাই পেরুনোর সম্ভাবনা বলতে গেলে প্রায় শেষ। রাকিবও তাই খুব বেশি খুশি হতে পারছেন না ব্যক্তিগত প্রাপ্তিতে। “আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে, গোল করতে পেরেছি। আসলে আমরা শেষ ১৫ দিন অনেক কষ্ট করেছি, এটা সেই কষ্টের ফল। আমরা ম্যাচটা অনেক ভালো খেলেছি। প্রতিটি খেলোয়াড় কঠোর...