চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চিকনদণ্ডী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মনজুর কাদের। ওসি বলেন, ‘স্থানীয় বাজারের পাশে অপি দাশ আড্ডা দিচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া কয়েকজন যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। এ সময়...