নিবন্ধন চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে এসেও ফের তদন্তের মুখে পড়েছে তিনটি নতুন রাজনৈতিক দল। দলগুলো হলো— বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় জনতা পার্টি, এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। দলগুলোর কেন্দ্রীয় কমিটি, সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়ের অস্তিত্ব ও ধারাবাহিক কার্যক্রম যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা জানান, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদে বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম ও কেন্দ্রীয় কার্যালয় নিয়ে প্রশ্ন ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও গণমাধ্যমের কিছু সংবাদ এসেছে যেখানে বলা হয়েছে এ দলের কার্যক্রমে নেই। আবার কেন্দ্রীয় কার্যালয় নিয়েও রয়েছে সংশয়।...