১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেন। তিনি বুঝতেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে পরিবেশ-বান্ধব নীতি প্রয়োজন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর আমলে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে শক্তিশালী করেন এবং বিভিন্ন অঞ্চলে সামাজিক বনায়ন প্রকল্প চালু করেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করে চলেছেন। গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি একটি ইমানি ও মানবিক দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাণ-প্রকৃতির সহাবস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে বৃক্ষরোপণ অপরিহার্য। বিএনপি বিশ্বাস করে উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয়, বরং মানুষ ও প্রকৃতির...