১৪ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম উত্তরার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করলে তাদের সকল দাবি পুরণের কথা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে সদস্য সচিব মোস্তফা জামানের নিজ কার্যালয়ে আয়োজিত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। সভায় হাইকোর্টের রায় অনুযায়ী নিহত পরিবারের সদস্যদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি ও অন্যান্য মানবিক সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ সময় নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “সরকার আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না, এমনকি হাইকোর্টের দেওয়া রায়ের ক্ষতিপূরণের টাকাটিও আমরা এখনও পাইনি। নানা...