১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম ফিফার অর্থায়নে এবং ফিফা ফরোয়ার্ড প্রজেক্টের অধীনে বাফুফে ভবন সংলগ্ন ও কমলাপুর স্টেডিয়ামে দু’টি কৃত্রিম টার্ফ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং পরে বাফুফে ভবনের টার্ফ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল উদ্বোধন ঘোষণা করেন। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় ৩০ কোটি টাকা পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু না করলে এই বরাদ্দ ফেরত যাবে বলে শর্তে উল্লেখ আছে। অবশ্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ কমলাপুরে টার্ফ উদ্বোধন শেষে আশ্বস্ত করেছেন, ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই। বছর তিনেক আগে...