১৪ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে খাঞ্জাপুর গ্রামের অভিযুক্ত প্রেমিক ইসমাইল সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক ইসমাইল সরদারের কাছ থেকে সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে ওই তরুণী তার বাড়িতে যান। এসময় ইসমাইলের স্বজনদের নারী-পুরুষ মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন মারধরের শিকার হওয়া ওই অন্তঃসত্ত্বা তরুণী । মারধরের শিকার তরুণী জানান, “আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। ইসমাইল বিয়ের আশ্বাস দিয়ে আমাকে প্রতারণা করেছে। বিয়ের দাবিতে গেলে তারা সবাই মিলে আমাকে মারধর করে। মারধর থেকে বাঁচতে আমি ৯৯৯-এ ফোন করি, কিন্তু কোনো সুবিচার পাইনি।” এ...