বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আগামী ১৮ অক্টোবর রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন তিনি।দলীয় সূত্রে জানা গেছে, এ সফরে তার সঙ্গে থাকছেন শুধু ব্যক্তিগত সহকারী; দলের অন্য কোনো নেতা সফরসঙ্গী হচ্ছেন না।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আমীরের এই সফর চলবে ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। দেশে ফেরার কথা রয়েছে ১ নভেম্বর।যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডা. শফিকুর রহমান নিউ ইয়র্ক ও মিশিগানে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। তবে এসব কর্মসূচি জামায়াতের ব্যানারে নয়, বিভিন্ন সংগঠনের নামে আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।এর আগে আলোচনা ছিল, তিনি একটি প্রতিনিধিদল নিয়ে কানাডা সফরে যাচ্ছেন। তবে আপাতত সেই সফর...