ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকদের মধ্যে দুজন করে পুরুষ, নারী ও শিশু রয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক দুই প্রাপ্তবয়স্ক পুরুষ হলেন- নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) ও একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)। বিজিবি জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে নারী-শিশুসহ ছয়জন বাংলাদেশিকে আটক করা হয়। তারা...