বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার পর পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ) আসনের বিএনপির অন্যতম ঘাঁটি নেছারাবাদ উপজেলার বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়। বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বৃহৎ আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন তার সমর্থকেরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্যসচিব শেখ মো. এনামুল হক, ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ শোয়েব বাহাদুর সোহাগ, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি অলিউল ইসলাম, যুবদল নেতা আসাদুজ্জামান বাবু, ৮নং ওয়ার্ড...