রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ফ্রিজে ভরে রাখার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহত নারীর ভাই। মামলায় অভিযোগ করা হয়েছে,বাবার বাড়ির ১০ কাঠা সম্পত্তি স্বামীকে লিখে না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহত নারী তাসলিমা আক্তারের বড় ভাই নাজমুল হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত তাসলিমার স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গের সামনে কথা হয় নিহত তাসলিমার বড় ভাই নাজমুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমার বোনের স্বামী নজরুল ইসলাম আগে কাপড়ের ব্যবসা করতেন। এরপর তিনি ব্যবসা-বাণিজ্য ছেড়ে দেন। বর্তমানে তিনি কিছুই করেন না। নিজের সম্পত্তি যা ছিল, সব বিক্রি করে দিয়েছেন। এরপর আমার বোনকে চাপ দিতে থাকেন আমাদের গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে ১০ কাঠা...