৯৯ রানের উদ্বোধনী জুটি, ১ উইকেটে ১৭৩ রান- মনে হচ্ছিল সাড়ে তিনশ পেড়িয়ে যাবে আফগানিস্তানের দলীয় সংগ্রহ। কিন্তু দ্য ম্যান উইথ গোল্ডেন আর্ম সাইফ হাসানের হাতে বল তুলে দেওয়া মাত্রই চিত্রনাট্য বদলে যায় ম্যাচের। মাত্র ৪ ওভারের স্পেলে এক মেডেনসহ ৬ রান দিয়ে সাইফ শিকার ধরেন তিনটি। আর আগের ম্যাচের মতো এবারও ৯৫ রানে কাটা পড়েন ইবরাহিম জাদরান। ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের হাতে। কিন্তু শেষ দিকে মোহাম্মদ নবির ঝড়ো ফিফটিতে ৯ উইকেটে ২৯৩ রানের পুঁজি পায় আফগানরা। রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান মিলে এদিন আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন। ৭ ওভারেই তারা পঞ্চাশ রান তুলে নেয়। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুলে নেয় আফগানিস্তান। ১৬তম ওভারে গিয়ে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ৪৪ বলে ৪২ রান করা গুরবাজকে এলবিডব্লিউ...