রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির আগুনে পুড়ে যাওয়া পোশাক কারখানার মেশিন অপারেটর ছিলেন নাজমুল ইসলাম। প্রতিদিনের মতো মঙ্গলবারও (১৪ অক্টোবর) তিনি যথাসময়ে কাজে যোগ দিয়েছিলেন।আগুন লাগার পর থেকে তার খোঁজ মিলছে না। এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শিয়ালবাড়ির একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে আগুন ধরে যায়। এ ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। নিখোঁজও হন অনেকে। তাদেরই একজন নাজমুল ইসলাম। জানা গেছে, আগুন লাগার পর স্ত্রীকে ফোন দিয়েছিলেন নাজমুল। মোবাইলের এ প্রান্ত থেকে শুধু বলেছেন, আগুন আগুন, বাঁচাও। তারপর লাইন কেটে যায়। তারপর থেকে নাজমুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ নাজমুল ইসলামের স্ত্রী এ তথ্য নিশ্চিত করে বলেন, আমার সাথে কথা হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারতেসি না। ঢাকা মেডিকেল, ইবনে সিনা, ইসলামি মেডিকেলসহ আশপাশের...