ভোলার চরফ্যাশন উপজেলায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন চারজন। মঙ্গলবার দুপুরে চরফ্যাশন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. হযরত আলী হিরণ। দণ্ড পাওয়া মিন্টিজ ওরফে মো. শাজাহান (৩১) উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ছিদুর ছেলে। খালাস পাওয়ারা হলেন- একই এলাকার মো. মিলন, মো. জামাল, মো. ফিরোজ এবং মো. শাহাবুদ্দিন। এপিপি হিরণ বলেন, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার আলাউদ্দিন গাছি কালু মোটরসাইকেলে করে দুলারহাট বাজার থেকে চরফ্যাশনের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে পুলিশ উপজেলার আলীগাঁও ইউনিয়নের...