রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল ছাত্র সংসদের নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫শ সেপ্টেম্বর। ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতন্ত্র ও নেতৃত্ব চর্চার এ প্ল্যাটফর্মটির হাত ধরে অতীতে অসংখ্য সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয়েছে যারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৮৯ সালের পর দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে রাকসু নির্বাচন। ছত্রিশে জুলাই ২০২৪, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম দাবী হয়ে উঠে ছাত্রসংসদ নির্বাচন। যার ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পর এবার ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে উত্তরবঙ্গের এ প্রধান বিদ্যাপীঠে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ গোটা বিশ্ববিদ্যালয় কমিউনিটি এবং দেশবাসী আগ্রহের সাথে তাকিয়ে আছে কারা নির্বাচিত হবে শিক্ষার্থীদের ভোটে এবং কেমন নেতৃত্ব আসবে রাকসুতে। ডাকসু-জাকসুর মতই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যেও এটাই...