শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া সরকার। শ্রম ঘাটতি পূরণে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ সুবিধা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকার জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটার আবেদন ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে। এর ফলে যেসব খাত শ্রম সংকটে ভুগছে, তারা দ্রুত জনবল নিয়োগের সুযোগ পাবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এই সুবিধার মাধ্যমে সরকার শুধু শ্রম ঘাটতি পূরণ করছে না, বরং অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষায় সরকারের অঙ্গীকারও প্রতিফলিত হচ্ছে।’ জানা গেছে, এই বিশেষ সুবিধা তিনটি প্রধান খাত ও ১০টি উপখাতে প্রযোজ্য হবে। প্রধান তিন খাত হলো- বৃক্ষরোপণ, কৃষি, খনি ও খনন। ১০টি উপখাত হলো- নিরাপত্তা পরিষেবা, ধাতু ও স্ক্র্যাপ সামগ্রী, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...