লাহোরে চলমান পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের তৃতীয় দিনে দেখা গেল একদিনে ১৬টি উইকেট পতন, আর দিনের নায়ক নিঃসন্দেহে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার নোমান আলি। তার দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার এখন জয়ের জন্য আরও প্রয়োজন ২২৬ রান, হাতে রয়েছে মাত্র আট উইকেট। ২২৬ রানে এগিয়ে থাকায় স্বাগতিক পাকিস্তান এখন জয়ের কাছাকাছি, যা দক্ষিণ আফ্রিকার টেস্টে টানা দশ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দিতে পারে। পুরো ম্যাচে ঘূর্ণির দাপটই ছিল মুখ্য। দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি যদিও ক্যারিয়ারসেরা ১১ উইকেট (১১-১৭৪) নিয়েছেন; কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে এনে দিয়েছেন নোমান আলি। তিনি প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও এখনও পর্যন্ত ২ উইকেট তুলে নিয়েছেন। দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস চলছিল টনি ডি জর্জির নেতৃত্বে। রাতের ৮১ রান থেকে শুরু করে তিনি লড়াই চালিয়ে...