রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের ভোট প্রবণতা ও প্রত্যাশা নিয়ে করা জরিপের ফলাফল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ’। জরিপে ভিপিসহ শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন বলে দেখা গেছে। ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এ জরিপে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২৮৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৪০ দশমিক ৪ শতাংশ নারী, ১৩ দশমিক ২ শতাংশ অমুসলিম এবং ২ দশমিক ৩ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যলয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব তথ্য প্রকাশ করে। জরিপের ফলাফল তুলে ধরে জানানো হয়, ৪৯ শতাংশ শিক্ষার্থী মনে করেন ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী বিজয়ী হবেন। তবে শিক্ষার্থীদের ১০ দশমিক ৩ শতাংশ স্বতন্ত্র প্রার্থী, দুই দশমিক ৩ শতাংশ...