শীত আসার আগমনী বার্তার সঙ্গে ভারতের রাজধানী দিল্লিতে ফের শুরু হয়েছে ভয়াবহ বায়ুদূষণের প্রভাব। এ কারণে কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রক সংস্থা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম) মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ বা জিআরএপি)-এর প্রথম ধাপ (স্টেজ–১) কার্যকর করেছে। মঙ্গলবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয় ২১১, যা ‘খারাপ’ শ্রেণিতে পড়ে। আবহাওয়া অনুকূল না থাকায় দূষণের মাত্রা আরও কয়েকদিন এই পর্যায়ে থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। জিআরএপি স্টেজ-১ অনুযায়ী দিল্লি ও এনসিআরজুড়ে (উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও পাঞ্জাবের পার্শ্ববর্তী জেলা) কয়েকটি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেগুলো হলো- নির্মাণকাজে নিয়ন্ত্রণ: ধুলাবালি রোধে ব্যবস্থা না নিলে শ্রমনির্ভর নির্মাণকাজ বন্ধ রাখা হবে; সব সাইটে পানি ছিটানোর নির্দেশ। শিল্প ও যানবাহন: দূষণকারী শিল্পকারখানায় নজরদারি বাড়ানো ও গণপরিবহনে সিএনজি ব্যবহারে কঠোরতা। বর্জ্য ব্যবস্থাপনা:...