ফার অধীনে থাকা বিভিন্ন দেশকে ফুটবল উন্নয়নে বরাদ্দ দিয়ে থাকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশও পেতে যাচ্ছে বেশ বড় একটি বরাদ্দ। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বাফুফেকে প্রায় ৩০ কোটি টাকা দিবে ফিফা। অবশ্য বছর তিনেক আগেই সেই বরাদ্দ এসেছে। কিন্তু বাফুফে এখনো কাজ শুরু করতে পারেনি বলে সেই টাকা হাতে পায়নি।যদি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের কাজ শুরু করতে না পারে তাহলে এই বরাদ্দ চলে যাবে অন্য কোথাও। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানালেন, ফান্ড ফেরত যাওয়ার শঙ্কার কথা।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ মাঠের টার্ফ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।বাফুফের...