বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেছেন, আগামীতে নির্বাচনের মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে গুম-খুনের শিকার পরিবারের দায়িত্ব নেওয়া হবে। তাদের পাশে আমরা থাকব। আজ মঙ্গলবার রাজধানীর রমনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্ট ভবনের প্রধান ফটকের সামনে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন, সীমান্তে এখনো মানুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু এসব ঘটনা কোনো সংবাদমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না। গুমের শিকার ব্যক্তিরা যতদিন ফিরে না আসবেন, আমি তাদের পরিবারের সন্তানদের পাশে থাকব। বিএনপি ক্ষমতায় এলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করব। যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারের দায়িত্ব আমরা নেব।তিনি বলেন, গত ১৫ বছর দেশে গুম-খুনের ঘটনা অব্যাহত ছিল। কিন্তু সরকার পরিবর্তন হলেও তারা কেন ন্যায়বিচার পাচ্ছেন না, সেই প্রশ্ন থেকেই...