মঙ্গলবার (১৪ অক্টোবর)এক প্রতিবেদনে খবর দিয়েছে সিএনএন। আমেরিকান গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান শিল্পকারখানায় ব্যবহারের জন্য এই উদ্ভাবনী কাঠ তৈরি করেছে। এর পেছনে মূল ভূমিকা রেখেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়াংবিং হু, যিনি প্রায় এক দশক ধরে নির্মাণশিল্পে ব্যবহারের উপযোগী উপকরণ নিয়ে গবেষণা করছেন। অধ্যাপক হু জানান, তার লক্ষ্য ছিল কাঠকে আরও শক্তিশালী করতে সেলুলোজ ব্যবহার করা। ২০১৭ সালে তিনি প্রথম সফলভাবে সাধারণ কাঠকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে টেকসই নির্মাণ উপকরণে রূপান্তর করতে সক্ষম হন। তিনি প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, কাঠ প্রথমে পানিতে ভিজিয়ে রাখা হয়, এরপর রাসায়নিক দ্রবণে সেদ্ধ করা হয় এবং পরে তা উচ্চচাপে চেপে ধরা হয়। প্রায় এক সপ্তাহের এই প্রক্রিয়া শেষে তৈরি হয় এমন এক উপাদান, যা ওজন ও দৃঢ়তার দিক থেকে স্টিলকেও ছাড়িয়ে যায়। দেখতে এটি সাধারণ...