রংপুর প্রদেশ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার জুলাই ৩৬ চত্বরে এ ঘোষণা দেওয়া হয় সংগঠনের পক্ষে। রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, রংপুরকে প্রদেশ ঘোষণা করতে হবে। একজন মুখ্যমন্ত্রীসহ ৯ সদস্যের প্রাদেশিক সরকার গঠন। এক তৃতীয়াংশ শ্রেণি-পেশার নির্বাচিত প্রতিনিধিসহ ১৫০ সদস্য বিশিষ্ট প্রাদেশিক পরিষদ গঠন। সমাজ শক্তির নাগরিকের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব প্রাপ্তের সাংবিধানিক নিশ্চয়তা বিধানে এক ব্যক্তির দুই ভোট প্রণয়ন কর। দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন। দেশে ৯টি প্রদেশ গঠন করতে হবে। তিনি আরও বলেন, রংপুরের ৮টি জেলা নিয়ে রংপুরকে প্রদেশ বাস্তবায়নের দাবিতে বিগত ২০ বছর যাবত আমরা আন্দোলন-সংগ্রাম করে আসছি। আমাদের রংপুরের ৮টি জেলার সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক-শিক্ষা-চিকিৎসা-চাকরিসহ বিভিন্ন দিক থেকে আমরা আজ চরম বৈষম্যের শিকার; কিন্তু দুঃখের বিষয় সরকার রংপুরকে অদ্যাবধি প্রদেশ ঘোষণা...