ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামে খাল পারাপারের সময় নিখোঁজ হয়েছেন সিদ্দিকুর রহমান খাঁ (৬৫)। ঘটনার ৯ ঘণ্টা পরও তার খোঁজ মেলেনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এদিকে স্রোতের কবলে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া তার ছেলে ইকরাম খাঁকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সকাল ৭টার দিকে সিদ্দিকুর রহমান তার ছেলে ইকরামকে নিয়ে ফসলের জমি পরিষ্কার করার উদ্দেশ্যে সেলিমনগর যাচ্ছিলেন। সেখানে খাল পার হওয়ার সময় তীব্র স্রোতের কবলে পড়েন বাবা-ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ছেলে ইকরাম খাঁ বলেন, আমরা দুজনেই একসঙ্গে খালটি পার হওয়ার চেষ্টা করছিলাম। একপর্যায়ে বাবা আমাকে বলেন,তুইসাঁতরে উপরে উঠে যা, আমাকে কে যেন পা ধরে টানছে। এ সময় পাশে থাকা একটি নৌকা এসে আমাকে উদ্ধার করে; কিন্তু চোখের সামনেই বাবা...